WELCOME TO "TECHNOLINK IT"*****You can Join Our FREE seminar every week at SATUR DAY, IF YOU NEED ANY HELP , or information ,JUST CALL ,01979775511--***---THANK YOU

Tuesday 18 November 2014

FREELANCING এবং মানুষের চাওয়া পাওয়া

সবাইকে প্রথমে স্বাগতম জানাচ্ছি আজকের Freelancing পোস্টে ।

Freelancing নিয়ে আমাদের বাভনা  




Freelancing নিয়ে আমারা অনেক বড় আশা করি , কেউ কেউ Freelancing কে বুকে ধারণ করে বিভিন্ন Outsourcing Institute এ আশা যাওয়া করে , 
আমাদের সমাজের অধিকাংশ মানুষকে যদি আপনি জিজ্ঞাস করেন যে আপনি Freelancing থেকে মাসে কত টাকা চাচ্ছেন ? 
তার উত্তরে তিনি বলবেন কমপক্ষে মাসে ২০-৩০ হাজার টাকা কিন্তু মাসে ৩০ হাজার টাকা আয়ের পদ্ধতি / tips গুলো শিখার জন্য মাত্র ১-২ মাসের বেশি সময় দিতে রাজি নয় । 
যাহা কখনো সম্বভ নয় , 
কিন্তু কেউ কেউ আছে যারা আপনাকে বলবে আপনাকে আমরা ৩০ দিনে expert বানিয়ে দেবো কথা টা কতটুকো সত্য তাহা আপনি ভাল বুজবেন 
আসুন এই expert নিয়ে একটি উধাহারণ দেওয়া যাক 
Expert কে ? 
তার সোজা উত্তর যে ব্যাক্তি যে কোন বিষয় নিয়ে অধিক পর্জালোচনা এবং Research এর পর যে মেধা অর্জন করে আমরা সাধারণত তাদেরকেই expert বলে থাকি 
আর একজন ব্যাক্তি কোন বিষয়ে Expert হতে হলে তাকে অবশ্যই কমপক্ষে ৫-৬ মাস একটি বিষয় নিয়ে পর্যালোচনা করতে হবে তার পর আমরা তাকে কোন রকম Expert বলতে পারি । 
তাহলে ১ মাসে কিবাভে Expert হওয়া সম্বভ? 
তাই কারো কথায় প্রলবিত না হয়ে নিজের বিবেক কে প্রশ্ন করুন । 

Freelancing কাজ এর জন্য কতটুকো সময় ব্যয় করা উচিত 



Freelancing শিখার জন্য আপনি যত বেশি সময় ব্যয় করবেন আপনার তত বেশি শিখার এবং আয়ের পরিধি বেড়ে যাবে , 
মনে করেন আপনি SEO শিখলেন যখন আপনি কাজ শুরু করলেন তখন দেখলেন আপনাকে Web research এর কাজো বায়ার করতে বলচে কিন্তু দুঃখের বিষয় হল আপনি এই কাজটি না জানার কারণে হয়ত কাজটি ছেড়ে দিতে হবে তাই আগে ভালবাভে শিখুন তারপর আয়ের কথা মাথায় আনুন । 
আপনি যত বেশি সময় দেবেন তত বেশি শিখবেন আর যত বেশি শিখবেন তত বেশি আয়ের পরিধি ও বাড়বে 
So  আশা করে বিষয়টা বুঝতে পেরেচেন । 

বহু মুখি কাজের ছিন্তা বাভনা 




বহু মুখি কাজের ছিন্তা বাভনা মানে হল আপনি Outsourcing ও করবেন এবং Local Job ও করবেন 
কিন্তু ব্যাপার হল আপনি Outsourcing থেকে আয় বেশি চাচ্ছেন কিন্তু সময় দিতে রাজি নয়  তাহলে Freelancing  আপনার জন্য নয় । 
Outsourcing কাজ করা অবস্থায় ও আপনাকে দৈনিক ১-২ ঘন্টা কাজ শেখার জন্য সময় দিতে হবে অতঃপর আপনি আপনার লক্ষের নিকট যেতে পারবেন । 

কাজ শেখার এবং কাজ করার মিনিমাম যোগ্যতা

আপনি যদি ভাল ইন্টারনেট ব্যাবহার করতে জানেন তাহলে আপনি বিভিন্ন মাধ্যমে শিখে নিতে পারবেন তার জন্য আপনাকে কোন প্রতিষ্ঠানে যেতে হবেনা ,কিন্তু আপনি যদি কিছুই না জানেন তাহলে আপনাকে যে কোন প্রতিষ্ঠানের সাহায্য নিতে হবে , 
কাজ শিখার জন্য আপনার আগে থেকেই Minimum MS OFFICE+Gen: Internet Knowledge  লাগবে অন্যথায় আপনি ভালবাভে শিখতে পারবেন না । 
আর আপনি যে কোন বিষয় ভালবাভে জানলে আপনি তা দিয়ে Freelancing শুরু করতে পারেন কিন্তু তার জন্য আপনার দরকার মার্কেট প্লেস সম্পর্কে ভাল ধারণা অন্যথায় সম্বভ নয় । 

Freelancing এ অতি প্রয়জনিয় 




Freelancing  এ আপনার সবছেয়ে বেশি ধরকার 

>>> ধৈর্জ
>> নতুন কিছু শেখার আগ্রহ 
>> কাজ শেখার জন্য সময় ব্যায় করার মন মানসিকতা 
>> অন্যকে সাহয্য করার প্রবণতা 
>> হতাসা থেকে ধুরে থাকা 
>> বেশি সময় নিয়ে ভালবাভে কাজ শেখা 
>> তাড়া হুড়ো না করা 
>> Honest এর সাথে কাজ করা 
And more 

*******সবাইকে ধন্যবাদ**********

আপনার কোন পরামর্শ অথবা জিজ্ঞাসা থাকলে নিছের ফর্ম অথবা কমেন্ট এর মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে ।  









No comments:

Post a Comment