WELCOME TO "TECHNOLINK IT"*****You can Join Our FREE seminar every week at SATUR DAY, IF YOU NEED ANY HELP , or information ,JUST CALL ,01979775511--***---THANK YOU

Friday 23 January 2015

সুরক্ষিত রাখুন আপনার মার্কেটপ্লেস একাউন্ট -১


যারা Freelancing এর সাথে জড়িত তারা সবাই ELANCE এবং ODESK কে ভাল বাভেই চিনেন ।
কিন্তু অনেক সময় আমরা আমাদের  অজান্তেই মার্কেট প্লেসের কিছু রুল ব্রেক করে পেলি , যার কারনে আমাদের কারো কারো Profile permanently বা Temporary Suspend করে দেয়
আজ আমরা মার্কেট প্লেস একাউন্ট সুরক্ষিত রাখার কিছু বিষয় জানানোর ছেস্টা করবো ।

ELANCE and ODESK কি ? 

হয়ত আপনারা অনেকেই ELANCE এবং ODESK কে ভালবাবেই জানেন , তাও নতুনদের জন্য আবার পরিচয় দিয়ে দি ।
Elance and Odesk হল একধরনের Broker যারা আপনাকে বায়ার সংগ্রহ করে দেবে এবং আপনাকে কাজ করার সুযোগ করে দেবে ।
যদি একটু Formally বলতে ছাই তাহলে বলতে হয়
যে Website গুলো কর্মীদের কাজ করার জন্য আর কাজদাতা (Company) দের কর্মী সরবারহ এর জন্য আমন্ত্রন করে অই ধরনের সাইটগুলো কেই সাধারণত Online Working Market Place বলা হয় ।
অইধরনের দুটি সাইট হল Elance & Odesk ।

কিবাভে কাজ করবেন
                                                                                                                                                                             
মার্কেটপ্লেস এ কাজ করার জন্য আপনাকে প্রথমে ঐ সাইটে একাউন্ট করে নিতে হবে , এর জন্য আপনাকে কোন ধরনের ফি দিতে হবেনা
ELANCE

ODESK

আরো অনেক গুলো সাইট আছে যেগুলোর মাধ্যমে আপনি এই কাজ গুলো করে নিতে পারেন ।
আমরা সাধারণত Facebook     এ যে বাভে একাউন্ট খুলি ঠিক একই বাভে আমারা মার্কেট প্লেস গুলোতে একাউন্ট খুলতে পারবো । কিন্তু একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আপনি এইখানে যে তথ্য গুলো Provide করবেন অইগুলো অবশ্যই আপনার NID এর সাথে মিল থাকতে হবে , অন্যথায় আপনার টাকা আসবেনা , তাই আপনাকে সত্য তথ্যদিয়ে একাউন্ট খুলে নিতে হবে ।
অতঃপর আপনি আপনার  প্রোফাইল Create করে নেবেন ।
এই বিষয়ে আমাদের একটি Video Tutorial আছে চাইলে আমাদের অফিস থেকে সংগ্রহ করতে পারেন আর এই বিষয় গুলো একদম Basic তাই কিছুই লেখলাম না ।

কিবাভে আমার টাকা দেশে আনবো ? 



টাকা দেশে আনার জন্য আপনার কোন ধরনের মাস্টার কার্ড বা পেপাল একাউন্ট প্রয়জন নাই , আপনি বাংলাদেশের যে কোন ব্যাংক এর মাধ্যমে আপনার টাকা দেশে আনতে পারবেন , তার জন্য আপনাকে প্রথমে আপনার ব্যাংক একাউন্ট মার্কেট প্লেসের সাথে ADD করে দিতে হবে , আপনি যদি Elance এ কাজ করেথাকেন তাহলে আপনার যখন Amount $20 হবে তখনি পুরো টাকা আপনি তুলে পেলতে পারবেন এর জন্য আপনাকে কোন ধরনের ফি দিতে হবে না । ( মাসে একবার Withdrew ফ্রি , একের অধিক হলে $5 চার্জ কাটবে । ) 

আমাদের কি কি কাজ জানতে হবে ?

আপনাদের মার্কেট প্লেসে কাজ করার জন্য কোন Special কাজ জানার প্রয়জন নাই কিন্তু যা জানেন তার উপরে দক্ষ হতে হবে কারণ এখানে আপনাকে সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে ,
তাই যে কাজ দিয়ে শুরু করেন না কেন সেই কাজ সম্পর্কে আপনি দক্ষতা অর্জন করে মাঠে নামবেন অতঃপর আপনি অতি সহজে সাফল্যের হাতছানি পাবেন ।
আপনি যে কোন কাজ দিয়েই Freelancing শুরু করতে পারেন
যেমন ধরেন
  • Data entry (Typing) 
  • Customer Support (Need British English Knowledge ) 
  • SEO
  • Web Design 
  • Graphics Design
  • Facebook Marketing 
  • Email Marketing
  • Web Research 
  • Data Mining 
আরো অনেক কাজ আছে আপনাদের বলে শেষ করতে পারবোনা । এক কথায় বলতে গেলে আমারা Office এ যে কাজ গুলো করে থাকি ঐ ধরনের কাজগুলোই সাধারণত ক্লাইন্ট করিয়ে থাকে ।
তাই আপনি যেকোন কাজ দিয়ে শুরু করতে পারেন কিন্তু হয়ত আপনি বাভচেন যে Data entry কাজ দিয়ে শুরু করবেন
কিন্তু না প্রথম অবস্থায় আপনি Data Entry কাজ পাবেন না আপনাকে একটি বিষয় এর উপর ভাল বাভে দক্ষতা অর্জন করতে হবে তখন আপনি কাজ করতে করতে সব ধরনের কাজি পাবেন ।

আজ এই পর্জন্তই থাকুক ।
আগামি পর্বে কাজে আবেদন (Bid) করার নিয়ম সহ মার্কেটপ্লেসের রুল গুলো নিয়ে লেখার ছেস্টা করবো
আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভূলবেন না ।

সবাইকে ধন্যবাদ 





1 comment: